গৌরনদীতে অস্ত্রের আঘাতে প্রেমিক জখম
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বখাটে যুবক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্কুলছাত্রীর ওপর হামলা চালায় । ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকার সুন্দরদী গ্রামে।হামলা থেকে স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে স্কুল ছাত্রীর প্রেমিক রাসিক হাওলাদার।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের নজরুল হাওলাদারের পুত্র রাসিক হাওলাদার তার প্রেমিকাকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে সুন্দরদী গ্রামের নিকট আত্মীয় মীর আনোয়ার হোসেনের ভাড়াটিয়া বাসায় বেড়াতে আসে দীর্ঘদিন থেকে তাকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবে যৌণ হয়রানী করে আসছিল সুন্দরদী এলাকার সিরাজ সরদারের বখাটে পুত্র রফিক সরদার।
স্কুল ছাত্রী জানায়, বিকেল তিনটার দিকে বখাটে রফিক আনোয়ার হোসেনের বসতঘরে প্রবেশ করে ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে রাসিক হাওলাদার এগিয়ে এলে তাকে ধারালো দায়ের কোপে গুরুতর জখম করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।