গৌরনদীতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা
গৌরনদী প্রতিনিধি ॥ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, কারিতাসের মাঠ কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, এনিমেটর সুনীল মল্লিক প্রমুখ। সভায় কারিতাসের ইউনিয়ন প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।