বিনোদন

দীর্ঘদিনের অপেক্ষা শেষে শুভ–ঐশীর ‘নূর’ আসছে ওটিটিতে

Share this:

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি পেতে ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়ে। ত্রুটির কারণে তখন বোর্ড সদস্যরা ছাড়পত্র না দেওয়ায় পুনরায় সংশোধন করে আবার জমা দেওয়া হয়। বছরের শেষে অবশেষে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

ছাড়পত্র মেলার পর প্রায় তিন বছর পার হতে চললেও মুক্তির কোনো অগ্রগতি ছিল না। অবশেষে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জানা গেছে, বহু অপেক্ষার পর ‘নূর’ মুক্তি পাচ্ছে—তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে চলছে, শিগগিরই প্রকাশ পেতে পারে সিনেমাটির ট্রেলারও।

বর্তমানে ‘নূর’-এর পরিচালক রায়হান রাফি অন্য একটি প্রকল্পের শুটিংয়ে ব্যস্ত। শুরুতে সিনেমাটির প্রযোজনা করছিল শাপলা মিডিয়া। পরবর্তীতে, ২০২৪ সালের জুন মাসে ‘নূর’ কিনে নেয় নতুন প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট। এরপর থেকেই ওটিটি বা হল—দুটি মাধ্যমেই মুক্তির সম্ভাবনা নিয়ে একাধিকবার পরিচালক, শিল্পী ও প্রযোজকের মধ্যে বৈঠক হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ‘নূর’ মুক্তি পাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সম্ভাব্য মুক্তির তারিখ ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ।

এ বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন, “সিনেমাটি অনেক আগের। আবার দেখার পর মনে হয়েছে—ওটিটিতেই এটি বেশি উপযোগী। দর্শকদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।” শুটিং শুরুর সময় কেন প্রেক্ষাগৃহে মুক্তির কথা ভাবা হয়েছিল—এমন প্রশ্নে তিনি বলেন, “তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এ ছাড়া বিশেষ কোনো কারণ নেই।”

এর আগে শুভ–ঐশী জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ। জুটির তৃতীয় কাজ ‘নূর’।

একসঙ্গে কাজ করতে গিয়ে শুভ ও ঐশীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একসময় শোবিজ অঙ্গনে তাদের প্রেমের গুঞ্জন ছড়ালেও দুজনই একাধিক সাক্ষাৎকারে বিষয়টি অস্বীকার করেছেন। শুভ জানিয়েছেন, তিনি ঐশীকে স্নেহ করেন; অন্যদিকে ঐশী শুভকে অভিভাবকতুল্য মনে করেন। তাদের মধ্যে এর বাইরে কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে সম্প্রতি ঐশী শেষ করেছেন ‘সোলজার’ সিনেমার শুটিং, যেখানে তার সহশিল্পী শাকিব খান। অন্যদিকে আরিফিন শুভ কাজ শেষ করেছেন অনম বিশ্বাসের নতুন একটি সিনেমার শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *