গৌরনদীতে আশিক আব্দুল্লাহর জন্মদিনে নগদ অর্থ বিতরণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ॥ মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র কনিষ্ঠপুত্র ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছোট ভাই, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিনে এক মহিলা আওয়ামী লীগ নেত্রী ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন।
জানা গেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রী, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধার সহধর্মীনি সুলতানা পারভীন হাফিজের ব্যক্তিগত উদ্যোগে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে শনিবার দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের ব্যক্তিদের প্রত্যেকের মাঝে পাঁচশ’ টাকা করে বিতরণ করা হয়েছে।
মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা পারভীন হাফিজ বলেন, প্রিয় নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিনে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে উপজেলার অসহায় ও প্রতিবন্ধীদের ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।