বরিশাল ক্রীড়া সামগ্রী বিতরন
বরিশাল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেয়া রোলার হস্তান্তর ও সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার দুপুরে বান্দ রোড স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি এসব সামগ্রী বিতরণ করেছেন। এসময় বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।