বরিশালে হেলথ ক্যাম্পের উদ্বোধণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় জেলার গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হারিছুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক দিলারা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ডাঃ প্রিয়াংকা দাস। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ। শেষে মাতৃত্ব ভাতাভোগীদের মাঝে সাবান, মাক্স ও খাবার বিতরণ করা হয়।