সেই হাবিব পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ আয়োজনে অন্য বিজয়ীদের পাশাপাশি সেরা নৃত্য পরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর মোহাম্মদ হাবিব নিজেও এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। কারণ, যে গানের জন্য তিনি নির্বাচিত হয়েছেন সেটি পরিচালনা তিনি করেননি।
‘নিয়তি’ ছবিতে ‘ঢাকাই শাড়ি’ শিরোনামের সেই গানের আসল নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন ভারতের জয়েশ প্রধান, এমনটাই জানান ছবির পরিচালক জাকির হোসেন রাজু এবং ঢাকার নৃত্যপরিচালক হাবিব।বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল তখন।
হাবিব এর এই সৎ, মানবিকতার কন্ঠ সেদিন নাড়িয়ে দিয়েছিল পুরো সিনেমাপাড়াতে। হাবিব চেয়েছিল নিজের কস্টে অর্জিত পুরস্কার পাবেন। তার স্বপ্ন সত্যি হলো এবার।২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। ২৬ টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে পেয়েছেন পুরস্কার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না ‘ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন।
হাবিব রহমান এর সাথে কথা হলে তিনি ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন, সবারই পুরস্কার ঝুলিতে সবশেষ আশা স্বপ্ন থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার সাথে আগে যা ঘটেছে তা সবাই অবগত। তাই বিষয়টি আর তুলতে চাইনা। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে আমার কস্ট সার্থক। ধন্যবাদ জানাই তাদের যারা আমাকে উৎসাহ দিয়েছেন কাজে এবং ভালোবেসেছেন।মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিব এটা আমার জীবনের সেরা সময় হবে।