বরিশাল জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত
বরিশাল ব্যুরো :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মিঠুর উভয় দলীয় পদ স্থগিত করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্তের অনুমোদন দেন। উল্লেখ্য জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি ও বিভিন্ন উপজেলা এবং পৌর ছাত্রদলের নতুন কমিটিতে বিভিন্ন পদ দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে জেলা ছাত্রদল সভাপতি মিঠুর বিরুদ্ধে।