বিনোদন

বিজ্ঞাপনে মিস্টি জান্নাত

Share this:

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। তিনি নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক বড়পর্দায়।

এরপরে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা। সবশেষ যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রাজা আমি তোর রানি’ সিনেমায় অভিনয় করেন।

বর্তমানে মিস্টি জান্নাতের দুটো সিনেমার শুটিং চলছে।যার শুটিং শেষ লটে রয়েছে।

নতুন বছরে অনেকেই কাজ শুরু করেছেন।তবে মিস্টি জান্নাত নতুন বছরে ফিরলেন ভিন্নভাবে।

সম্প্রতি এই নায়িকা দুটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।সুরেশ কোম্পানির তেল ও অনিল ঘোষ এর ঘি’র মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বাপ্পী সাহা।এতে মিস্টি জান্নাতের বিপরীতে দেখা যাবে সুব্রতকে।

মিস্টি জান্নাত ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,দারুণ একটি কনসেপ্ট এবং ভালো কোম্পানি তাই কাজটি করলাম।আজ সারাদিন শুটিং করলাম।এবং আজকেই এটির কাজ শেষ হবে।কাজটি ভালো হয়েছে আশা করছি সবার ভালো লাগবে।

পরিচালক জানান,খুব শিগগিরই অনলাইন, বিলবোর্ড ও টিভিতে সম্প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *