গৌরনদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) উপজেলার বার্থী ইউনিয়নে ২০১৯ সালের ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে বার্থী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্যাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। শেষে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর শুভেচ্ছা সম্মলিত কাভারের মাধ্যমে স্মার্ট জাতীয়পরিচয়পত্র বিতরণ করা হয়।