গৌরনদীতে মানবিক সহায়তা উৎসব
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ (আর্থিক) মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১১৫২টি দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে সুবিধাভোগীদের নিয়ে মানবিক সহায়তা উ উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। এসময় ইউনিয়ন পরিষদেও সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।