বরিশাল বিভাগ

গৌরনদী উপজেলা হাসপাতালে করোনা সনাক্তকরণ মেশিন স্থাপন

Share this:

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বরিশাল বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে একমাত্র গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনসহ করোনা ভাইরাস ও টিবি রোগী সনাক্তকরণ জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত অক্সিজেন ও মেশিনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার বিপুল বিশ্বাসসহ অন্যান্যরা। উল্লেখ্য অক্সিজেন ও জিন এক্সপার্ট মেশিন স্থাপনের ফলে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলাসহ পাশর্^বর্তী এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত বা শ^াসকষ্টের রোগীরা সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *