অনলাইনে খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন বিষয়ক অবহিতকরন সভা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) “অনলাইনে খাজনা দিবো, ঘরে বসেই দাখিলা পাব” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দেসহ অন্যান্যরা। সভায় ভূমি মালিক ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।