কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, মীমাংসার জন্য কৃষক দল নেতার ১০ হাজার টাকা দাবি
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা থানা পুলিশকে না জানাতে ভুক্তভোগী কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে উল্টো মীমাংসা করার জন্য ১০ হাজার দাবি করছেন আব্দুর রহমান নামের এক কৃষক দল নেতা। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুমচর গ্রামে।
ধর্ষণের শিকার কিশোরী ও তার মা জানান, গতকাল বুধবার (১১ জুন) সকালে তাদের বাড়ির পাশে একটি ছাগল বেঁধে আসছিলেন।দুপুর একটার দিকে ওই ছাগল আনার জন্য বাড়ির পাশে কিশোরী গেলেই ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুমচর গ্রামের খায়ের সদ্দারের ছেলে জুয়েল (১৮), সোহরাবের ছেলে আজাদ (১৭) ও জসিমের ছেলে রাজু (১৮) তিনজন মেয়েটির হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে না জানাতে চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী সাহাব উদ্দীন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। ঘটনাটি তারা মীমাংসা করে দেবে বলে উল্টো ভুক্তভোগী পরিবারকে ১০ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন কিশোরীর বড় বোন।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি জানতে পারে পুলিশ। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিশোরীর পরিবারকে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনার পর মীমাংসা করার জন্য দায়িত্ব নিই।এজন্য পুলিশকে জানানো হয়নি।
ধর্ষণের বিচার আপনি করার এখতিয়ার রাখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করলে সমস্যা কি? আমরা এরকম আরো করেছি। কোন সমস্যা হবে না।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

