আন্তর্জাতিক

‘মানবিক’ নাসির কাসেম

কানাডিয়ান প্রবাসী এবং বিশিষ্ট শিল্পপতি নাসির কাসেম।ব্যবসায়ী মানুষ হলেও পা থেকে মাথা অবদি পুরাটাই ভালোবাসা ও সাহায্যর দেহ।নাসির কাসেম কর্মাশিয়াল কাজের বাহিরে একজন সমাজসেবক এবং মিডিয়া ব্যক্তিত্ব।

এই কর্তা দেশের বাহিরে থাকলেও নিজ দেশের অসহায় দুস্থ মানুষের জন্য সেবা করছেন অবিরামভাবে। সেই লক্ষে গড়েছেন ‘মানুষ ‘ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। যার সেবামূলক কার্যক্রম বারবার দেশ ও দেশের খবরের শিরোনামে এসেছে।

দুইদিন আগে সেই ‘মানুষ ‘ ফাউন্ডেশন এর একবছর পূর্ণ হলো।বছর পূর্ণ হওয়ায় ফেসবুকে এক বাণী দিয়েছেন এই ব্যক্তিত্ব।

তিনি বলেন,মানুষ ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠা বা‌র্ষিকী‌তে সবাই‌কে যানাই ভিতর থে‌কে শ্রদ্ধা , ভালবাসা সহ সমগ্র দেশ ও দে‌শের মানু‌ষের শা‌ন্তিকামনা কর‌ছি । সুস্থ‌্য হোক দেশ ও দে‌শের মানুষ, মুক্ত হোক এ ভয়ংকর মহামা‌রির হাত থে‌কে সমস্ত পৃ‌থিবীর মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *