গৌরনদীতে করোনা নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে গৌরনদী উপজেলা প্রশাসন।
গত চব্বিশ ঘন্টায় প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের ১১টি মামলায় ১১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অঅনুমোদিত মটর সাইকেলের চাবি জব্দ,মাস্ক পরিধান না করা, যানবাহনে যাত্রী পরিবহনের জন্য জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জনাব মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বিধিনিষেধ নিশ্চিত করতে আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।