গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মাদক স¤্রাট রাসেল সরদারকে ১০৪পিচ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের নিজাম সরদারের পুত্র ।
রবিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দর এলাকা থেকে মাদক সম্রাট রাসেলকে (২৮) থানা পুলিশ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০৪পিচ ইয়াবা ও ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে । এরমধ্যে একটি মামলায় সে (রাসেল) দুইবছরের সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ।