গৌরনদীতে ১,২,৩ ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : গৌরনদী পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে । পৌর এলাকার হযরত দূত কুমার মল্লিক পীর সাবেহের মাজার মাঠ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পৌরসভার ১,২, ৩নং ওয়ার্ডের ত্রি-বাষিক সম্মেলন শুরু করা হয় । সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান । পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, কাউন্সিলর সিকদার মো: খোকন প্রমুখ। সম্মেলন শুরুর পূর্বে শোভাযাত্রা নিয়ে সম্মেলনে যোগদান করেন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ।