ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল ব্যুরো : উজিরপুর উপজেলার বরাকোঠা বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বরাকোঠা গ্রামের বাসিন্দা ট্যাক্সি চালক ফাইজুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুলের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানশিক্ষক আদম আলী হাওলাদার, নিহতের পিতা আক্কাস আলী, স্থানীয় সেবক সাইফুল ইসলাম, মঞ্জুর আলম, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, শহীদ বেপারী প্রমুখ। বক্তারা গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যদের দ্রুত ফাঁসির দাবি করেন ।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয় ট্যাক্সিচালক ফাইজুল। পথিমধ্যে দাউদকান্দি উপজেলার মতলব নামক এলাকায় পৌঁছলে ট্যাক্সিচালক ফাইজুলকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায় যাত্রী বেশে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর ইতোমধ্যে পুলিশ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন ।