গৌরনদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামিম ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ অন্যান্যরা। সম্মেলণ শুরুর আগে যুবলীগের পদপ্রত্যাশি নেতারা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সম্মেলনে অংশগ্রহন করেন।