বরিশাল বিভাগ

গৌরনদীতে টিকা দিতে যাওয়ার পথে এক শিক্ষার্থী নিহত ও দুইজন আহত

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : করোনা ভাইরাসের টিকা দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী গুরুতর আহত হয় । গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্তর মৃধা মারা যায় ।

অপর দুই শিক্ষার্থী রেদওয়ান ফকির ও শান্তকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে । গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান, বুধবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে যাত্রী নিয়ে বলেশ্বর পরিবহন চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ।

সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা তিন মোটর সাইকেল আরোহীকে চাপা দেয় । স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । দুঘর্টনার পর পর বিক্ষুব্ধরা পাথরঘাটা থেকে চট্টগ্রাম গামী বলেশ্বর পরিবহনটি ব্যাপক ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে রাখেন ।

এ সময় সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে । প্রায় এক ঘণ্টা পর গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *