আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট

Share this:

জ্যেষ্ঠ প্রতিবেদক,সোয়েব সিকদার (অরণ্য )-যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে অর্থমন্ত্রী পদে ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন। 

গতকাল শুক্রবার অর্থমন্ত্রীর পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

ট্রাম্প বলেন, ‘স্কট ‘আমেরিকা ফার্স্ট অ্যাজেন্ডার’ দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।’

স্কট ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন। তিনি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী।একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।

গতকাল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রমমন্ত্রী পদে ৫৬ বছর বয়সী লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এদিকে মার্কিন ধনকুবের হওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *