খেলা

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Share this:

ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবু এতে মোটেই স্বস্তিতে ছিলেন না যুবারা। কারণ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচেই মালদ্বীপের কাছে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছিল। তবে এবার আর তেমনটা হয়নি। ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ১৩ মিনিটে মুর্শেদ আলীর পা থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।

২৮ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলের সঙ্গেও জড়িয়ে মুর্শেদের নাম। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তার নিখুঁত ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বেশ কয়েকটি ভালো আক্রমণও করে দলটি। তবে বাংলাদেশের গোলকিপার এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় সেসব প্রচেষ্টা জলে যায়। এই অর্ধের যোগ করা সময়ে সেই মুর্শেদের ক্রসে বল পেয়েই দারুণ প্লেসিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *