রাজধানী

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

Share this:

(জ্যেষ্ঠ প্রতিনিধি ,সোয়েব সিকদার)-রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। তার নাম কবির (৩০)। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সম্প্রতি চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের সময় ভুক্তভোগী যুবক শিমিয়নের পরিহিত পোশাক, জুতা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সিসি ক্যামেরার ফুটেজে যা ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

সোমবার (১৪ জুলাই) রাতে এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত কবির নামে একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

তিনি বলেন, চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেলসহ কবির নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আসে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন। বাকি দুজন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এসময় চালকের পেছছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন। অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে।

পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেন। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারও কাজি অফিসের দিকে পালিয়ে যায়।

এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। ওইদিন সকাল ৬টায় সাভারের উদ্দেশে তিনি শ্যামলীর বাসা থেকে রওনা হন। তিনি যখন শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে আসেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নেমে আসা তিনজন চাপাতির ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *