বরিশাল বিভাগ

উজিরপুরে পানের বাজারে ধস, দিশেহারা চাষীরা!

Share this:

(সিনিয়র রিপোর্টার, সোয়েব সিকদার) -বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী শোলক গ্রামে আজ বিকেলে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী পানের দাম কমে যাওয়ায় এবং পানের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শোলক ক্রীড়া সংঘ।

স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তারা জানান, দীর্ঘদিন ধরেই তারা পানের সঠিক মূল্য তারা পাচ্ছেন না তাছাড়াও বিভিন্ন এনজিও থেকে আনা লোনের কিস্তি এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পানের বরজ করতে গিয়ে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই।

যুবনেতা ও সংগঠক চোকদার হেমায়েত ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন, পানের বাজের ধস নেমেছে হাহাকার করছে আমাদের পান বরজের ভাইরা। অনেকটাই দিশেহারা এখন তারা। কেননা আমাদের পান চাষী ভাইরা বিভিন্ন এনজিওর কাছে এখন বন্দি হয়ে রয়েছে। সুদে কিস্তিতে টাকা এনে পানের বরজ করে লস হয়ে এখন তারা সবাই নানান সমস্যা আছেন ও বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিনিয়তই। এরা আসলে মুক্তি চায়, এরা চায় সবাই পানের ন্যায্য মূল্য ও আড়ালে থাকা সিন্ডিকেট যেন না থাকে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্নভাবে চেস্টা করছি পান চাষী ভাইদের পাশে থাকার জন্য। এবং স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে। আশা করি দ্রুতই এটি নিরসনে এগিয়ে আসবে সরকার।

আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন
মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা, চোকদার হেমায়েত, মহাদেব দাস, ওমর আলী সরদার, সোবাহান, নূরল ইসলাম মাস্টার, কবির হোসেন খান, মোস্তাফিজুর রহমান, মিলন হাওলাদার করিম, শাহাদাত হোসেন সরদার, তরিকুল ইসলাম রাব্বি সহ অনেকেই।

ছবি – সাগর হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *