জাতীয়

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা

Share this:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, প্রতিনিধি দলটি আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। সফরকালে তারা গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।

এক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, সফরের প্রথমদিন ঢাকায় নেমে সকালে তারা ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন।

পর্যবেক্ষণ মিশনের সদস্যরা হলেন আলেক্সান্দ্রা ক্যারোলিনা ডোমান্সকা, বারবারা বেনুসকোভা, মার্সিন গ্রাবিয়েক, স্যামুয়েল সাইমন পুলিডো, এডিটা মনিকা বেরা। সূত্র মতে, আলেক্সান্দ্রে দে রোকিনি-ইরাগনে, আইয়েন গালিনা, মিস জাসমিনকা ডি’সুজা নামের আরও তিনজন পর্যবেক্ষক তাদের সাথে যুক্ত হবেন।

নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে এই পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ, প্রস্তুতি ও স্বচ্ছতা পর্যবেক্ষণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *