বিনোদন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার)-বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। অনুষ্ঠানটি আয়োজন করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে।

প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশি ও দেশীয় তারকাদের মিলনমেলায় মুখর থাকবে আয়োজনটি। তবে এবার বিশেষ চমক— বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়।

২৫তম বা সিলভার জুবিলি সংস্করণ হিসেবে এবারের আয়োজনে জমকালো আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। অনুষ্ঠানটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

প্রতি বছরের মতো এবারও আয়োজনের দায়িত্বে আছেন শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। আগামী ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে এবারের আসর। এবারের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ, আর পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

এ উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক আলমগীর খান আলম ও শাহিন কবিরসহ তারকাদের মধ্যে সংগীতশিল্পী রবি চৌধুরী, শাহানাজ বেলী, শওকত আলী ইমন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঢাকায় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ তার সিলভার জুবিলি উদযাপন করবে। অনুষ্ঠানে দেশের প্রায় সব জনপ্রিয় তারকা অংশ নেবেন। আয়োজনের মূল উদ্দেশ্য হলো— বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরা, নতুন প্রতিভাকে উৎসাহিত করা এবং ঢালিউডের ঐতিহ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতি হিসেবে এবার ৩০ জনেরও বেশি শিল্পী ও কলাকুশলীকে সম্মাননা প্রদান করা হবে।

আয়োজক আলমগীর খান আলম বলেন, “‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস সিলভার জুবিলি’ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের অনুভূতি, গর্ব এবং স্বপ্নের প্রকাশ। এখানে পুরো জাতি একসাথে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।”

কণ্ঠশিল্পী রবি চৌধুরী বলেন, “এই অ্যাওয়ার্ডের সুবাদে প্রথমবার আমেরিকা যাই। সেখানে শুধু বাংলাদেশ নয়, বলিউডের অনেক সুপারস্টারও পারফর্ম করেছেন। এবার সেই আয়োজন আমাদের দেশে হচ্ছে— এতে আমি গর্বিত।”

সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, “বিদেশে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আসর এটি। আশা করি ঢাকায়ও অনুষ্ঠানটি সমানভাবে সফল ও জাঁকজমকপূর্ণ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *