বরিশালে চোর চক্রের আট সদস্য গ্রেফতার
বরিশাল ব্যুরো :
দিনে দুপুরে নগরীর কাটপট্টি এলাকায় জুয়েলারি দোকান থেকে ৬৩ লক্ষাধিক টাকার র্স্বণালংকার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে কিছু পরিমান চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
চুরির ঘটনার প্রায় নয় মাস পর কোতয়ালী মডেল থানার চৌকস পুলিশ অফিসার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেলের নেতৃত্বে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম সুমন হাওলাদার। সে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর এলাকার ফরিদ উদ্দিনের পুত্র। গ্রেফতারকৃত সুমন স্বর্ণালংকার চুরির ঘটনার মূল মাষ্টার মাইন্ড বলে জানাগেছে। এছাড়াও তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।।
রবিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির বিস্তারিত তুলে ধরেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। এছাড়াও অপর গ্রেফতারকৃতরা অলি, জামাল, লিটন, আলাউদ্দিন, হাসান, নয়ন, জসিম ওরফে জনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল জানান, ‘যারা গ্রেফতার হয়েছে তারা একটি সংঘবদ্ধ চক্র। চক্রের সদস্য মোট নয় জন। যারা ভিন্ন ভিন্ন জেলায় অবস্থান করছিলো। যে কারণে তাদের অবস্থান নিশ্চিত হতে ও গ্রেফতারে সময় লেগেছে। তিনি আরও জানান, আমরা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের নয়জন সদস্য’র মধ্যে থেকে আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যাদের মধ্যে দুইজন রয়েছে, যারা চোরাই স্বর্ণালংকারের ব্যবসা করে থাকেন।
তাদের কাছ থেকে কিছু পরিমান স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত ১৯ মার্চ দুপুর সোয়া দুইটার দিকে কোতয়ালী মডেল থানা এলাকার কাটপট্টি রোডে ‘আশ্রাফ এন্ড সন্স জুয়েলার্স’ নামক স্বর্ণের দোকানে দুধূর্ষ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের নবগ্রাম রোডের আশ্রাফ আলী তালুকদারের পুত্র মোঃ বাচ্চু তালুকদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। এর পরপরই চোরচক্রের সন্ধানে নেমে আট চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতয়ালী মডেল থানা পুলিশ।