বরিশাল বিভাগ

গৌরনদীতে পাঁচ’শ বছরের পুরনো শিব মন্দিরে বাৎসরিক পূজা

Share this:


প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) : অশান্ত বিশ্বের পারস্পারিক হানাহানি, মানব জীবনের মোহময় ও অন্ধকারছন্ন দূর করতে, জীবনের দুঃখ মোচন, শান্তি অর্জন ও জগতের মঙ্গলার্থে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পাঁচ’শ বছরের পুরনো বরিশালের গৌরনদী উপজেলার গাঙ্গুলি বাড়ির প্রাচীণ শিব মন্দিরে দুই দিনব্যাপী বাৎসরিক শিব পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে আশা সনাতন ধর্মীয় নারীরা পরিবারের মঙ্গল কামনাসহ পূন্য লাভের আশায় শিব মন্দিরে পূজার্চনা শুরু করেন। বৃহস্পতিবার রাতে পূজা অনুষ্ঠান পরিদর্শন ও পূজায় আগতের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরি ও মন্দির কমিটির সভাপতি নির্মল মধুসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *