শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চার রোগির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৬) মৃত্যুবরন করেন। এর আগে বুধবার বিকেলে উজিরপুর উপজেলার সানুহার গ্রামের আবদুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের পুত্র শাহ আলম (৭০) মারা যায়। তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, নতুন করে পুলিশ, এনএসআই সদস্য, নার্স ও বিভিন্ন ব্যাংকে কর্মরত স্টাফসহ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি নতুন করে করোনা আক্রান্ত ৩৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।