বরিশাল বিভাগ

গৌরনদীতে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার তিনজন

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)॥ জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি বসতঘরে আগুন ও গরুর পানির খাওয়ার পাত্রে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, গত ৬ ও ৮ জুলাই রাতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসতঘরে ও খরকুটায় দুর্বৃত্তরা কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৯ জুলাই কেরামত মাঝি বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর (তিনি এসআই আরিফুল) তদন্তকালে সন্দেহজনক ভাবে কটকস্থল গ্রামের স্বপন বেপারীর পুত্র সৈকত বেপারীকে (২০) আটক করে। পরবর্তীতে সৈকতের স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের হালান হাওলাদারের পুত্র আমিনুল জয় ও দেলোয়ার বেপারীর পুত্র তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা মাদক বিক্রির ব্যাপারে কেরামত ও তার ভাতিজা পুলিশের কাছে তাদের বিরুদ্ধে মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করত। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা বসতঘরে অগ্নিসংযোগ ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *