বরিশালের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
বরিশাল ব্যুরো :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক জসিম উদ্দিন হায়দার বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সভাপতি শাহ আলম গাজী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পল্টনের নেতৃত্বে নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে সদ্য যোগদান করা জেলা প্রশাসক বলেন, কোন প্রকার হয়রানী ছাড়াই যেন জনগন তাদের সেবা পান, সেইদিকে সবাইকে নজর রাখতে হবে। পাশাপাশি সরকারের সকল নিয়মকানুনকে সঠিকভাবে পালন করতে হবে। কোথাও কোনধরনের অনিয়মকে প্রশয় দেয়া হবেনা। জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার আরও বলেন, আমার দরজা যেকোন মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। আপনাদের যেকোন সমস্যার কথা আমাকে সরাসরি জানাবেন, আমি সাধ্যমতো সকল সমস্যা সমাধান করার জন্য সর্বদা চেষ্ঠা করবো।