গৌরনদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অনলাইন প্রশিক্ষণ
গৌরনদী প্রতিনিধি ॥ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারনের লক্ষে কালিগঞ্জ মডেল সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা হলরুমে ভার্চুয়াল প্রশিক্ষণে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সামসুল আরেফিন। প্রশিক্ষনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।