বরিশাল বিভাগ

উজিরপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

Share this:

sent Today at 7:11 PM

প্রতিনিধি, উজিরপুর (বরিশাল):

উজিরপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী সহ কাউন্সিলর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে ।১ ডিসেম্বর সকাল ১০ থেকে উজিরপুর নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরসভার বর্তমান মেয়র গিয়াসউদ্দিন বেপারি বেলা ১২ টায় মনোনয়ন পত্র দাখিল করেন এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন , সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, আঃ হাকিম সেরনিয়াবাত, ইকবাল হোসেন বালী ,অসিম ঘরামি , দুপুর আড়াইটায় বিএনপি মনোনীত প্রার্থী উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তসলিম উদ্দিন , উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার সাধারণ সম্পাদক জোহুমায়ুন খান ।বিকেল চারটায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী কাজি শহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন । এছাড়াও সকাল থেকে ৯ টি ওয়ার্ডে ২৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন । আগামী ৩ ডিসেম্বর যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে চুরান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলীমুদ্দীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *