বিনোদনসিনেমা

শুভ জন্মদিন বাবা

Share this:

চিত্রপরিচালক দিলীপ বিশ্বাসের জন্মদিন আজ ৪ ডিসেম্বর। ১৯৪৬ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দিলীপ বিশ্বাস ছিলেন নামকরা বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা, অভিনয় ও কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি পান তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র জগতে দিলীপ বিশ্বাসের আগমন ঘটেছিল ষাটের দশকে একজন গায়ক হিসেবে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে তিনি গায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এছাড়াও তিনি আনোয়ারা, মোমের আলো, দুই ভাই, আলোমতি, সন্তান ও চেনা অচেনা ছবির বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর হাবুর বিয়ে নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেন।

এইসব ধারাবাহিকতা নিয়েই চলচ্চিত্রের প্রতি নেশা ধরে যায়। ঝুঁকে পড়েছিলেন চলচ্চিত্র পরিচালনার দিকে। সহকারী পরিচালক হিসেবে ‘আগুন নিয়ে খেলা’ ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সত্তরের দশকে ‘সমাধি’ ছবি পরিচালনার মধ্য দিয়ে। এটি ছিল ব্যবসা সফল একটি চলচ্চিত্র।

১৯৭৩ সালে তিনি বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তি অভিনেতা রাজ্জাক, আলমগীর ও সোহেল রানাকে একসঙ্গে নিয়ে নির্মাণ করেছিলেন ‘জিঞ্জির’ চলচ্চিত্রটি। এটি সে সময় অসাধারণ দর্শকপ্রিয়তা লাভ করে এবং কালের গর্ভে ঢাকাই ছবির ইতিহাসে ছবিটি অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। এরপর থেকে তিনি একের পর এক দর্শক নন্দিত চলচ্চিত্র নির্মাণ করে গেছেন।

প্রায় ১৪ বছর পাড় হতে চলছে তার চলে যাওয়ার। তিনি আজ বেঁচে থাকলে ৭৪ তম জন্মদিন পাড় করে ৭৫ পরতেন। তার জন্মদিন উপলক্ষে সোস্যাল যোগাযোগ মাধ্যমগুলো ভাড়ী হয়ে উঠেছে শুভেচ্ছা বার্তায়।

এদিকে তার ছেলে জনপ্রিয় উপস্থাপক পরিচালক দেবাশীষ বিশ্বাস ফেসবুকে তার বাবাকে নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন।

সেখানে ঠিক এমনটাই লেখা ছিল -তোমার জন্ম না হলে বাংলাদেশী চলচ্চিত্র একজন সেরা বানিজ্যিক চলচ্চিত্রকারকে পেতো না! তোমার জন্ম না হলে বাংলাদেশে প্যারোডি গানের জন্ম হতো না! তোমার জন্ম না হলে নব্বই দশকে ধুকতে থাকা কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি আবার জেগে উঠতো না! তোমার জন্ম না হলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক কে পেতাম না! তোমার জন্ম না হলে আমি পৃথিবীর সেরা বাবাকে পেতাম না!

শুভ জন্মদিন বাবা!!

তার নির্মাণে উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বন্ধু, আসামী, অনুরোধ, আনারকলি, অংশীদার, অপমান, অস্বীকার, অপেক্ষা, অকৃতজ্ঞ, অজান্তে এবং ২০০৫ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘মায়ের মর্যাদা’। এটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল।২০০৬ সালের ১২ জুলাই এই মহান ব্যক্তি পরলোক গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *