বিনোদন

অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক, সোয়েব সিকদার )-অস্ট্রেলিয়ার মাটিতে চার দলীয় সিরিজে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এবারের টপ এন্ড সিরিজে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তবে চার দলে প্রতিযোগিতায় চতুর্থ দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীন্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।

গত বছরও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজ অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেবারের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের টপ এন্ড সিরিজ নিয়ে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *