বরিশাল বিভাগ

বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২০

Share this:


বরিশাল ব্যুরো :

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জেলার হিজলা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


স্থানীয়রা জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পূর্ব থেকেই পাল্টাপাল্টি কর্মসূচী পালনের ঘোষনা দেয় হিজলা উপজেলা আওয়ামী লীগের দুইটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় রবিবার বেলা এগারটার দিকে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীরা আগে থেকেই উপজেলা চত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন।


সমাবেশ চলাকালে বিশালাকারের বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশের চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু সিকদারসহ নেতাকর্মীরা। এসময় বাঁধা প্রদান করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মী সমর্থকরা। একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে সংঘাতে জরিয়ে পরে। এতে উভয় গ্রুপের ২৫ জন নেতাকর্মী আহত হয়। রবিবার সন্ধ্যায় হিজলা থানার ওসি অসীম কুমার জানান, সংঘাতের খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *