বরিশাল বিভাগ

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু আহত

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

জমি সংক্রান্ত বিরোধের জেরধরে উপজেলার নরসিংহলপট্টি গ্রামে বসতঘরে ঢুকে হামলা চালিয়ে নারী ও এক শিশুকে আহত করা হয়েছে। আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত শিশুর মা শাহানাজ বেগম জানান, নরসিংহলপট্টি গ্রামের সিদ্দিক সরদারের নিকট থেকে ৩.৩৩ শতক জমি সাব-কবলা দলিলমূলে ক্রয় করে বসবাস করে আসছেন। এরই মধ্যে ওই জমি নিজেদের দাবী করেন একই গ্রামের মোস্তফা সরদারের পুত্র সাকির সরদার। গত কয়েকদিন পূর্বে স্থানীয় আবু বকর নামের এক ব্যক্তির মাধ্যমে জমি নিয়ে আপস হওয়ার প্রস্তাব দেয় সাকির সরদার। তিনি আরও জানান, ক্রয়কৃত জমি নিয়ে আপস হওয়ার প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রাতের আধারে বসতবাড়ীতে হামলা চালায় সাকির সরদার। হামলায় তার (শাহানাজ) শিশু পুত্র তারাকী বিল্লাহ (১০) ও ভাইয়ের স্ত্রী ইসমত আরা (২৮) গুরুতর আহত হয়। এঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *