বরিশালে ১৬০ জনের করোনা শনাক্ত
বরিশাল ব্যুরো : গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৪ জন।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, এর আগেরদিন (শুক্রবার) ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যাছিলো ২৪৮জন। একইসময় শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দুইজন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। ফলে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে।