গৌরনদীতে নতুন বছরের বই বিতরণ
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) :
জেলার গৌরনদী উপজেলার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রমের উদ্ধোধণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল।
একইদিন উপজেলার মাহিলাড়া এন মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।