এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় সাবেক ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ
উজিরপুর প্রতিনিধি -বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মনির আজ হারতা ইউনিয়ন এবং ওটরা ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণে সময়ে সেখানে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান নরেন্দ্রনাথ বিশ্বাস এবং ওটরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান
অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ শাহদাদ সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা।
এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় এবং বীর মুক্তিযোদ্ধা এ.এম সাইদুর রহমান ও একে.এম মোস্তাফিজুর রহমান এর সৌজন্যতায় এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে। জানা যায় পুরো উজিরপুর থানার সকল ইউনিয়নে এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ডেইলি বাংলাদেশ টাইম কে মশিউর রহমান মনির বলেন,আমরা সবসময়ই চেস্টা করি সমাজের উন্নয়ন মূলক সকল ভালো কাজে নিজেদের জড়িত রাখতে।আমাদের এই কম্বল বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে।এবং আমাদের টার্গেট সকল ইউনিয়নে এই বিতরণ প্রক্রিয়া।
তিনি আরো বলেন, আমি শোলক ইউনিয়ন এর চেয়ারম্যান হওয়ার আগে থেকেই বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছি। শুধু আমি নই আমাদের পরিবারের সবাই জড়িত আছেন এই সাহায্যে সহযোগিতা করার প্রক্রিয়ায়। আমি আমার ইউনিয়নে কি কি কাজ করেছি জনগণ তা অবগত তাই নতুন করে আমার আর বলার কিছু নেই।সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সমস্ত ভালো কাজের সাথে থাকতে পারি।
উল্লেখ্য, মশিউর রহমান মনির একজন ব্যবসায়ী তিনি মানুষকে ভালোবাসেন এবং তাদের জন্য কিছু করার জন্যই উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন থেকে ২০১১ সালে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেবার বিপুল ভোটে জয়ী হোন।