বরিশাল বিভাগ

বরিশালের ৪৭০ কিলোমিটার নৌ-পথ খননের প্রস্তাবনা

Share this:


বরিশাল ব্যুরো :

বিভাগের নদীসমূহের নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা হ্রাস, সেচ ও ল্যান্ডিং সুবিধাধি বৃদ্ধি করে নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই” সমীক্ষার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিআইডব্লিউটিএ’র আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার। এসময় অতিথিরা বরিশাল অঞ্চলের ২৭ নৌ-পথের ৪৭০ কিলোমিটার নৌ-পথ খননের প্রস্তাবনার বিষয়টি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *