বিনোদনসিনেমা

তিন সিনেমা সাইমনের,২৭ তারিখ শুরু ‘লাইভ’র শুটিং

Share this:

(বিনোদন অনলাইন ডেস্ক)-ঢাকাই সিনেমার ‘পোড়ামন’ খ্যাত চিত্রনায়ক সাইমন সাদিক।গতকাল শাপলা মিডিয়া প্রযোজিত তিনটে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।আর এই তিনিটে সিনেমায় চিত্রনায়িকা থাকছেন মাহিয়া মাহি।

তিনটে সিনেমা হচ্ছে,গ্যাংস্টার’ সিনেমাটি পরিচালনা করবেন শাহীন সুমন এবং ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ নামের দুইটি সিনেমা বানাবেন পরিচালক শামীম আহমেদ রনি।

নতুন তিন সিনেমার প্রসঙ্গে সাইমন সাদিক ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,আলহামদুলিল্লাহ! গতকাল আমি তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম।বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাইকে ধন্যবাদ তিনি আমাকে তার সিনেমায় নিয়েছেন।এবং আমি আনন্দিত বাংলাদেশের খ্যাতিমান পরিচালকদের ডিরেকশনে কাজ করব।২৭ তারিখ থেকে শামীম আহমেদ রনি ভাইর পরিচালিত ‘লাইভ’ সিনেমার শুটিং শুরু হচ্ছে।একটানা সিনেমার শুটিং হবে।এরপরে বাকি সিনেমার শুটিং হবে।তিনটি সিনেমার গল্পই একদমই আলদা। তিনটি তিন প্যাটার্নের গল্প।

প্রসঙ্গত,২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় হাজির হন সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটি। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হলেও দীর্ঘ পাঁচ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ২০১৮ সালে ফের তারা জুটি বেঁধে হাজির হন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়। একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ সিনেমাতেও অভিনয় করেছেন তারা। এই সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *