সরকারি অনুদান পাচ্ছেন রোজিনা
একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ও জনপ্রিয় রোজিনা। এখন আর অভিনয়ে নেই তিনি। টিভি নাটক পরিচালনায় অভিজ্ঞতা আছে তার। তার পরিচালিত নাটকগুলোর বেশিরভাগই ছিল সাহিত্যনির্ভর। সেই অভিজ্ঞতা নিয়ে এবার ছবি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন এ অভিনেত্রী। তার পরিচালিত প্রথম ছবিটিই পাচ্ছে সরকারি অনুদান।
১৭ জুন তথ্য মন্ত্রণালয়ে সরকারি অনুদানে নির্মিতব্য ছবির তালিকা চূড়ান্ত করা হয় এক মিটিংয়ের মাধ্যমে। এবার ১০টি পূর্ণদৈর্ঘ্য ছবি অনুদান পাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ তালিকায় রয়েছে রোজিনার ছবিটিও।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনুদান কমিটির সদস্য ছিলাম; কিন্তু যেহেতু আমি অনুদানের জন্য আবেদন করি তাই সেই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিই। তবে আমার ছবি যে অনুদান পাচ্ছে এটি অফিসিয়ালি আমাকে জানানো হয়নি। যদি অনুদান পাই, তাহলে অবশ্যই ভালো লাগবে। কারণ সিনেমা পরিচালনার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবছি।’
অনুদান কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চলতি মাসেই প্রজ্ঞাপন জারি হবে। তার আগে কয়েকটি শর্টফিল্মের নাম পুনর্বিন্যাস করা হবে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছর থেকে পূর্ণদৈর্ঘ্য ছবিতে ৭৫ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। আগে এ অনুদানের পরিমাণ ছিল ৬০ লাখ টাকা।