বরিশাল বিভাগ

বরিশালে অগ্নিকান্ডে ইউপি চেয়ারম্যানের শতবর্ষী ঘর ভস্মিভূত

Share this:


বরিশাল ব্যুরো : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার পৈত্রিক আমলের শতবর্ষী সেগুন কাঠের ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই ঘরটিতে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর জন্য চেষ্টা করেন। তবে সে চেষ্টার মধ্যেই শত বছরের স্মৃতি বিজড়িত পুরো ঘরটি পুড়ে যায়।
কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার জানান, ঘটনার সময় তার পরিবার বরিশালে এবং তিনি ঢাকায় ছিলেন। ফলে আটকে রেখে আসা ওই ঘরে কেউ ছিলেন না এবং ঘরের বিদ্যুতের মেইন লাইনের সুইচও বন্ধছিলো। তিনি বলেন, আগুন লাগার পর নেভাতে গিয়ে স্থানীয়রা বাড়ির পাশ থেকে কেরোসিনের গন্ধ পেয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনে তার ঘরটিতে আগুন দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, শতবর্ষী সেগুন কাঠের ওই ঘরটিতে আমাদের অনেক স্মৃতি, যা আগুনের সাথে পুড়ে ছাই হয়ে গেছে। আমার দাদা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার, বাবা সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদারসহ দুই চাচা এই ঘরে থেকেই জনগনের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *