গৌরনদীতে পুস্পাঞ্জলি স্মরণিকার মোড়ক উন্মোচন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : চার’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা উপলক্ষে পুস্পাঞ্জলী স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে স্মরণিকার মোড়ক উম্মোচন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য নারায়ন চন্দ্র দে নারু, অমর কৃষ্ণ রায়, মোহন চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু, পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক অপু রায়, পুস্পাঞ্জলী স্মরণিকার সম্পাদক বিশ্বজিত সরকার প্রমুখ। পূজায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভক্তদের সমাগম ঘটে।