গৌরনদীতে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্পের আওতায় ব্রি ধান-৮৯ এর বীজ সংরক্ষনের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরনদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভূরঘাটায় অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ তাইজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অফিসার মোঃ জামিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী আজগর মোল্লাসহ অন্যান্যরা।