বরিশালের করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি
বরিশাল ব্যুরো : করোনা রোগীর হ্রাস বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠণ করা হয়েছে ।
স্বাস্থ্য সেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহকে টাস্কফোর্সের আহবায়ক করা হয়েছে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব এবং বরিশাল গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে ।
শুক্রবার সকালে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব লংমার দাস বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রতি মূহুর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যেকোন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।