ওয়ারস্ ও পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা অভিযান
মোহাম্মদপুর রিং রোডে আজ দুপুর ৩টায় হুইলারস্ এ্যালাইয়েন্স ফর রোড সেফটি (ওয়ারস্) সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতনতা কার্যক্রম আয়োজন করে। নির্ধারিত সময়েই কার্যক্রম শুরু হয় এবং পুরো আয়োজন সফলভাবে শেষ হয়।
শুরুর পর থেকেই পুলিশের দৃশ্যমান সহযোগিতা ছিল। তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাসুদুর রহমান তদারকি করেন এবং তার অধীনস্থ সার্জেন্ট রেজা, সার্জেন্ট হাসান এবং কনস্টেবল শফিকুলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ওয়ারস্-এর সদস্যরা উল্টো পথে আসা যানবাহন ঘুরিয়ে দেওয়া, ট্রাফিক আইন মেনে চলতে পথচারীদের সচেতন করা এবং ব্যাটারি চালিত রিকশা চালক ও যাত্রীদের নিয়ম মেনে চলার পরামর্শ দেন। পুলিশ ওয়ারস্-এর সহযোগিতায় ট্রাফিক আইন অনুযায়ী যেভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেভাবেই ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে। এবং প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়, যার ফলে পুরো ট্রাফিক অবস্থা নিয়ন্ত্রিত থাকে এবং কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।
এলাকার বাসিন্দা ও স্থানীয় চালকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগঠনের সদস্য মিন্টো, তুহিন, ফয়সলসহ অন্যান্যরা সহযোগিতা করেন। তারা পুলিশের সঙ্গে মিলে মানুষকে নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝান এবং পথচারী ও চালকদের নিরাপদ চলাচলের অভ্যাস গড়ে তোলায় উৎসাহ দেন।
কার্যক্রম প্রসঙ্গে ওয়ারস্-এর মিডিয়া সমন্বয়ক মোঃ সাহিদ আহমেদ বলেন, “আজকের আয়োজন সবার সহযোগিতায় সফল হয়েছে। ইন্সপেক্টর মাসুদুর রহমানের নির্দেশনায় পুলিশের সদস্যরা যে সমর্থন দিয়েছেন, তা কাজকে অনেক সহজ করেছে। আমাদের সদস্যরাও পাশে ছিলেন। এলাকার মানুষ এগিয়ে এসেছে। নিয়ম মানার অভ্যাস শক্ত হলে সড়ক আরও নিরাপদ হবে।”

