গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা নামক এলাকায় মঙ্গলবার বিকেলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, নিহত মোটরসাইকেল চালক ইয়াসিন জমাদ্দার (৩৪) ঝালকাঠী সদর উপজেলার পিপলিতা গ্রামের নিজামুল হকের পুত্র।
সে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ঝালকাঠীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন নিহত হন।